Post# 1585980264

4-Apr-2020 12:04 pm



দেশে কুকুর নিধন নিষেধ। পশুপ্রেমিদের অনুরোধে হাইকোর্টের নিষেধাজ্ঞা ভারতকে অনুসরন করে। -- ভালো।

দেশে কিছু লোক রাস্তায় কুকুরদের জন্য খাবার রেখে আসে -- ভালো।

কুকুর হত্যার বিরুদ্ধে দেশের ইসলামপন্থিরা মিছিল করে। কারো পোষ্টে কুকুর বিরোধি কিছু দেখলে তাকে কুকুর থেকেও অধম মনে করে ঝাপিয়ে পড়ে -- ভালো।


করোনা ভাইরাস। রাস্তা খালি। শহরের কুকুরগুলো এখন না খেয়ে আছে। রাস্তায় বের হলেই চোখে পড়ে।

কিছু তো আমি দিতে পারি? -- কয়টাকে? এই এলাকায় সারা জীবন দেখেছি ৬টা কুকুর থাকতো। নিধন বন্ধ হবার পরে এখন ২০০ টা। মানুষরাও খাবার জন্য দৌড় ঝাপ করছে। "এই মানুষরা কুকুরেরও অধম" ধরে নিবো?

যারা এতদিন খাওয়াতো? তারা এক বিন্দু খাওয়াতো। কিন্তু তারা চিল্লাতো বেশি। কুকুররা খেতো মানুষের ফেলে দেয়া জিনিস মূলতঃ।


অনাহারে শহরের কুকুরগুলো এখন পাগলা হয়ে আছে। মানুষ দেখলে হামলে পড়ছে। আশা হয়তো সে কিছু দেবে।

এদিকে কুকুর প্রেমিদের প্রেমও কমে আসছে।
আরেক বিপদ।

4-Apr-2020 12:04 pm

Published
4-Apr-2020