Post# 1585976249

4-Apr-2020 10:57 am



বিল্ডিং থেকে একজনকে এম্বুলেন্সে। করোনা? ঠিক উনি না। উনার ভাইরা করোনায় মারা গিয়েছে যারা নিউইয়র্ক থাকে। দুই ভাই সেখানে করোনায় মারা গেলেন। তাতে উনি অসুস্থ হয়ে হাসপাতালে।

দেশে করোনা "অত"-বেশি হলে এতদিনে রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকতো। এটা হয় নি। কমপক্ষে "এখনো" হয় নি। বাংগালি বরং বেশি মারা যাচ্ছে যারা বিদেশে আছেন তারা।

হয়তো বা কাজী সাহেবের স্বপ্ন সঠিক, "এই দেশে তেমন কিছু করবে না।"
দেখতে থাকি। "নামাজিদের কিছু করবে না, কারন তাদের ওজুর জায়গাগুলোতে আলো জ্বলতে থাকে। করোনা ভাইরাস তাদের চিনে।"


আরো সম্ভাবনা যেগুলো আলোচনায় আসছে :

- তাপমাত্রা। কিন্তু ইকুয়েডরের রাস্তায় রাস্তায় লাশ পড়ে আছে। এটা গরম এলাকা।

- সিগারেট? কিন্তু দেশে সিগারেট কিছু দিন আগেও বহুল প্রচলিত ছিলো।

- বিসিজি টিকা?

- ছড়াতে দেরি হচ্ছে?


এতাতিরা আমার মনে হচ্ছে আনপ্রোপোরশনালি বেশি আক্রান্ত হচ্ছে। প্রথম বাংগালি যিনি মারা যান উনি আফ্রিকায়। এতাতিদের জামাতের সফরে ছিলেন। এখন এটা ভালো লক্ষন হতে পারে আবার মন্দ লক্ষনও হতে পারে। এগুলো নিয়ে আর বেশি কিছু বললাম না। কারন আমিও মরতে পারি।

"আচ্ছা, মডারেট মোজলেমরা এতে কেমন মারা যাবে, এটার ব্যপারে কিছু জানেন?"

এতক্ষনে আসল প্রশ্ন। দেখছি। নিজেকে।

4-Apr-2020 10:57 am

Published
4-Apr-2020