Daily reminder :
প্রশ্ন : "কেউ রেগে তার বৌকে কথার মাঝে তিন ...। এখন ....?"
উত্তর : যে কোনো মাদ্রাসায় গিয়ে লিখিত প্রশ্ন জমা দিন। তারা লিখিত জবাব দিয়ে দেবে।
"আমি আপনার মত জানতে চাচ্ছি..."
ভাইরে আমার মত বলছি না। কিন্তু আমি আমার এক্সপেরিয়েন্স শেয়ার করি?
এরকম যত কেইস দেখেছি এর ১০০% কেইসে প্রশ্নকারি জানে জবাবটা কি। সে অলরেডি বহু আলেমকে জিজ্ঞাসা করেছে। কিন্তু জবাব তার মন মতো হচ্ছে না। তাই ঘুরতে থাকে। কাউকে তার "দ্বিনদ্বার" "আপনাকে আমার পছন্দ" মনে করলেই তাকে এই প্রশ্ন করে।
প্রশ্ন করে জানার জন্য না। বরং তার শান্তির জন্য। সে অশান্তিতে আছে বলে।
কিন্তু এভাবে জনে জনে বার বার প্রশ্ন করে আপনি শান্তি পাবেন না। কঠিন হলেও মেনে নিন। মাথা নিচু করে "হে আল্লাহ! আপনার জন্য মেনে নিলাম। আপনি আমার জন্য সহজ করে দিন।" দেখবেন আল্লাহ তায়ালা আপনার অন্তরে শান্তি দিয়ে দিয়েছে।
সুরা তালাক টাও পড়ে দেখতে পারেন। অর্ধেক পৃষ্ঠা জুড়ে শুধু লিখা আছে যে আল্লাহর উপর তাওয়াক্কুল করলো আল্লাহ তার জন্য সহজ করে দেবেন, রিজিকের ব্যবস্থা করে দেবেন, সে চিন্তাও করে নি এমন ব্যবস্থা করে দেবেন -- এগুলো নিয়েই আপনার চিন্তা। আল্লাহ জানেন।
আল্লাহ তায়লা যেন আগে আমার নিজের মুক্তির ব্যবস্থা করেন।