"আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি।"
জানিয়ে দিন। যেহেতু এটা সুন্নাহ। কিন্তু এই ভালোবাসার দাবি নিয়ে আমার কাছে আসার চেষ্টা করবেন না, ফ্রেন্ড হবার চেষ্টা করবেন না, উপদেশ দেবার চেষ্টা করবেন না, আমাকে "পথে" আনার চেষ্টা করবেন না।
ফিতনার সময়। এখন এমন কি একজন আরেক জনের জন্যও ফিতনা। কারো ভালো উপদেশও আরেক জনের জন্য ফিতনা। "তুমি দেখবে মানুষ জাহান্নামের দরজায় দাড়িয়ে অন্যদের ডাকছে" -- আমি জানি না সেই লোক আমি নিজে নাকি আপনি নাকি অন্য কেউ।
আপনার দল-মতে আমার আপত্তি নেই। কিন্তু আপনার বয়স কম হলে আমাকে মনে করবেন "পেসিভ" "এক্সেপ্টিং" "দাওয়াহ দেয়ার উত্তম কেন্ডিডেড"। আপনি আমাকে আপনার আদর্শের উপর তোলার চেষ্টা করবেন এটাকে ভালো কাজ মনে করে। এতে দন্ধ বাড়বে। আর আপনার এই ভালোবাসাও বেশি দিন থাকবে না যখন আমি রিজেক্ট করবো। এগুলো দেখে বলছি। গত ৫-৬ বছরের এক্সপেরিয়েন্স থেকে।
শেষে, আল্লাহ তায়ালাও যেন আপনাকে ভালোবাসে।
আল্লাহ তায়ালা আমাদের ক্ষমা করুন।