covid - ৩য় জুম্মা
- গতবারও মনে করেছিলাম "এই শেষ"। আল্লাহর রহমতে তৃতীয়টাও হলো।
- ফেসমাস্ক দুই সপ্তাহ আগে peak এ ছিলো মুসুল্লিদের ৪০% এর পড়া। আজকে জুম্মার দিনে ৫%। ২০ জনে একজনের।
- এ মসজিদে নামাজ আগে হতো দেড়টায়। এবার হলো একটায়। কভিডের জন্য আরেক সুন্নাহর কাছাকাছি।
- ইমামের পেছনে ডিজিটাল ঘড়ি। প্রথম খুতবার জন্য দাড়ালেন, ঘড়ির দিকে দেখলাম। এ পর মিনিট বদলানোর আগে খুতবা শেষ করে বসে পড়লেন।
- খুতবার আগের বাংলা বয়ান বন্ধ। কভিডে আরেক সুন্নাহ কায়েম। খুতবার আগে বাংলায় বয়ান করা খারাপ/নিষেধ এটা হানাফিতেও আছে। করতে চাইলে কিছু শর্ত দেয়া আছে, যেমন সাইডে বসতে হবে, খুতবার থেকে বড় হতে পারবে না, খুতবা গৌন হয়ে যায় এমন হতে পারবে না -- এরকম বহু। সব মসজিদে প্রথম দিকে এটা কিছু দিন পালন করে এর পর বাংলা কথাই হয়ে যায় মূল। খুতবার থেকে বড়।
- এত সংক্ষেপে নামাজ-খুতবা দিয়ে নিশ্চই মুসুল্লিদের ছেড়ে দিয়েছে? না। মানুষ এক হলে তাদেরকে কিছু বয়ান না করে ছেড়ে দেয়া অপরাধ -- মানুষ মনে করে। নামাজের পরে সুন্নাহ বাসায় পড়তে হবে আগেই ঘোষনা আছে। কিন্তু "বসেন, কেউ যাবেন না" করে ইমাম সাহেবের লম্বা বয়ান মহামারির উপর। সংক্ষেপে নামাজ-খুতবায় লাভ হলো কি?