Post# 1585819139

2-Apr-2020 3:18 pm


নামাজের সময় মুখ আর কপাল খুলে নামাজ পড়তে হবে। টুপি-পাগড়িও যেন কপালের সিজদার জায়গা ঢেকে না রাখে। এটা নিয়ম। মুখ ঢেকে নামাজ পড়া মাকরুহ। এটা পুরানো মাসলা। নতুন কিছু না।

এই পেনাডেমিকের জন্য শুধু মাস্ক পড়ে নামাজ পড়ার অনুমতি দেয়া হয়েছে, প্রয়োজনের খাতিরে।

পেনাডেমিক শেষ হয়ে গেলে আবার মাকরুহ হয়ে যাবে।

    Comments:
  • // লিংক দিলাম না। কথাগুলো মাশহুর যেহেতু। সবাই জানে।

2-Apr-2020 3:18 pm

Published
2-Apr-2020