এ বছর সর্দি জ্বরে দেশে কতজন মারা গেলো এটার কোনো হিসাব নেই। আগে বলেছিলাম নিজের পরিবারের মাঝে ১০০ জনকে গুনে রাখতে, এর মাঝে যতজন মারা যাবে দেশের তত পার্সেন্ট মারা গিয়েছে বুঝতে হবে।
আরেকটা হিসাব ঠিক করে রেখেছিলাম : দেশের সংসদ সদস্য আছেন ৩০০ জন। এদের মাঝে কারো ব্যপারে যদি কোনো খবর আসে "উনি আর নেই", তবে বছর শেষে কতজন আছেন সেটা দিয়েও পার্সেন্ট পাওয়া যাবে। এই খবর যেহেতু গোপন করার উপায় নেই।
এই দ্বিতীয়টা আমি অনুসরন করছিলাম। এখানে "প্রাক্তন" সংসদ সদস্য হলে হবে না। রানিং হতে হবে। তবে দেশে মৃতের পার্সেন্ট জানা যাবে।
আজকে প্রথম খবর। ১/৩০০ = ০.৩%