মুফতী আবুল হাসান শামসাবাদী সাহেবের দুটো আর্টিক্যল :
১
মহামারির ফজিলতের হাদিসগুলোকে "কোয়ারান্টাইনের" ফজিলত হিসাবে প্রচার করা হচ্ছে। এটা ভুল। মহামারি এলাকায় কেউ যদি হাদিসে বর্নিত শর্ত পূর্ন করে "কোয়ারানটাইন" না করেও থাকে তবুও সে ঐ সোয়াব পাবে। সোয়াবগুলোর সাথে কোয়ারান্টাইনে থাকা বা না থাকার সম্পর্ক নেই।
https://www.facebook.com/mahasan.shamsabadi/posts/861800830959450
২
তবে হাদিসে বর্নিত শর্তগুলো কি? উনি সেটা নিয়েও লিখেছেন এখানে
https://www.facebook.com/mahasan.shamsabadi/posts/860932941046239
আমি এগুলো সংক্ষেপে লিষ্ট করেছিলাম এখানে
https://www.facebook.com/habib.dhaka/posts/10157229959628176
৩
"সহি আকিদার" উপর চলতে হলে এখন bellow the radar চলতে হবে। এখন এগুলোর প্রচার প্রসার আদেশ হুকুম তর্ক করে কেউ হক খুজে পাবো না। নিজে বুঝতে হবে। নিজের জন্য অনুসরনীয় মনে করে অনুসরন করতে হবে।
যুগটা এমন যে কেউ এখন যত যুক্তি তর্কে যাবে, তত ভুলের উপর উঠতে থাকবে। দ্বিনের ব্যপারে তর্ক করা এমনি নিষেধ।
নিজে যেটা সঠিক মনে করি সেটা একবার বলে দিতে হবে যে আমি এটাকে সঠিক মনে করি। এর পর তর্ক বন্ধ করে নিজে আমল করে যেতে হবে।