Post# 1585787203

2-Apr-2020 6:26 am



মহিলা আর পুরুষদের নামাজের মাঝে কোনো পার্থক্য আছে বা নেই এই ধরনের বিষয়গুলো নিয়ে আমি প্রতিদিন কোনো পোষ্ট শেয়ার করি না কেন জানেন?

কারন যে যেটাই করুক আমি কোনোটাকে ভুল মনে করি না তাই। একটা যদি একটু সঠিক হয়ও তবুও পার্থক্যটা অত বেশি না।


আপনি এই ব্যপারে আমার থেকে বেশি জানেন। এর পরও এই ব্যপারে আপনার মত গ্রহন করি না কেন জানেন?

কারন আপনার মত গ্রহন করার প্রথম শর্ত হলো আপনার বিপরিত মতকে ভুল ঘোষনা দেয়া। যেটা দিতে আমি রাজি না।


আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন "কোনটা ঠিক?", তবে আমি কিছু বলি না কেন জানেন?

কারন আমি জানি না আপনি হানাফি নাকি সালাফি তাই। হানাফিদের মতে নারি পুরুষের নামাজে পার্থক্য আছে, সালাফিদের মতে নেই। এটা আগে ঠিক করেন আপনি কোনটা অনুসরন করেন, বাকি এর পরের হাজার মাসলায় কোনো তর্ক থাকবে না।


এর পরও যখন এটা নিয়ে কিছু শেয়ার করি কোনো দিন, কেন করি জানেন?

নিজের পরিবারের কারো জন্য। তাদের কেউ হয়তো জানতে চেয়েছে। এবং আমি জানি আমরা হানাফি।


প্রশ্ন : "আমি কনফিউজড! তবে আমরা কি করবো?"

আমার জবাব দেয়া দ্বারা আপনার কনফিউশন কাটবে না। এর পর আপনি পরের জনের কাছে গিয়েও একই প্রশ্ন করবেন তবে আমরা কি করবো।

আমার কাছে এর সমাধান নেই। কারো কাছেই নেই। এজন্যই আপনি ঘুরছেন। এজন্যই আপনি আরো ঘুরতে থাকবেন।

2-Apr-2020 6:26 am

Published
2-Apr-2020