Reminders :
১
আযাব অবতির্নের আদি শহরগুলোর ভুমি দিয়ে যাবার সময় হাদিসে বলা হয়েছে দ্রুত চলে পার হয়ে যেতে। আস্তে না। কারন ঐ জায়গায় আযাব আসলে আমার উপরও পড়তে পারে।
২
আল বিদায়াতে কাহিনিটা আছে।
ঈসা আঃ একবার পাহাড়ে উঠে ইবাদত করছিলেন। শয়তান মানুষ রূপে এসে বলে আমিও আপনার সাথে ইবাদত করবো। ৭ দিন ইবাদতে। শয়তান বলে, হে ঈসা, চলেন আমরা এই পাহাড় থেকে লাফ দেই। আল্লাহ তায়ালা যদি আমাদের উপর সন্তুষ্ট থাকেন তবে আমাদের বাচাবেন।
ঈসা আঃ বললেন : আল্লাহ উনার বান্দাদের পরিক্ষা করে, বান্দা আল্লাহকে পরিক্ষা করে না।
এর পর বলেন : আমি বুঝতে পারছি তুমি হলে শয়তান। দূর হয়ে যাও এখান থেকে।