Post# 1585746928

1-Apr-2020 7:15 pm


প্রসংগ : মসজিদ


করোনা যুগের আগে। আমার মাথা ব্যথা। মসজিদে নামাজ পড়তে যেতে পারবো না। বাসায় পড়লাম। বাচ্চাদের মা বললো "এই এই লাগবে নয়তো রান্না বন্ধ"। বাসায় নামাজ শেষ করে জামা পড়ে বাজারের ব্যাগ নিয়ে রাস্তায়। মাথা ব্যাথা। কিন্তু বাজার প্রয়োজন। এটা করতেই হবে। তাই কেন যেন অত খারাপ লাগে না।


গতকাল বললো নামাজ পড়ে ফিরার সময় বাজার থেকে এই এই আনবে। তরকারি শেষ।

আগে নামাজ, আমি যেহেতু দ্বিনদ্বার। ভয়ে ভয়ে মসজিদে ঢুকলাম। করোনা ভাইরাসের খপ্পরে না পড়ি। সালাম ফিরিয়ে ভো দৌড় মসজিদ থেকে বেরুতে। কারন এখানে সবই করোনা ভাইরাস। অত সাহস দেখানোর দরকার নেই। এগুলো পছন্দনীয় না।

মসজিদ থেকে বের হয়েই পাশে বাজারে। লোকে গম গম করছে। পরিচিত দৃশ্য। আহ! শান্তি। এত মানুষের মাঝে কেমন যেন নিজেকে ঘরে ফেরা মানুষ মনে হলো। হাসি মুখে দরকারি জিনিস কিনছি।


বাজারের ভেতরই মসজিদ।

এর মসজিদ অংশে ঢুকলেই মনে হয় করোনা ভাইরাস।
বেরিয়ে বাজারে আসলে আর নেই।

1-Apr-2020 7:15 pm

Published
1-Apr-2020