Post# 1585723501

1-Apr-2020 12:45 pm


করোনা ভাইরাস : লক্ষন

খেয়াল রাখবেন : এগুলোর সব সবার হবে না। কারো এর একটা, কারো সবগুলো। কারো সামান্য। কারো বেশি।

- প্রথম দিন ডাইরিয়া হবে, প্রচন্ড।

  • এর পর জ্বর। ১০৩-৪ জ্বর কমবে না।
  • মাথা ব্যথা।
  • কাশি। প্রচন্ড কাশি যে কথা বলতে পারছে না।
  • গায়ে, মাংশ পেশিতে ব্যথা।

    এর পর সাত দিনের আগে যে কোনো সময় সেরে গেলে শেষ। আলহামদুলিল্লাহ। এর পর আর এই বছর দ্বিতীয়বার ধরবে না ইনশাল্লাহ।

    না সেরে বরং শ্বাস কষ্টে গড়াতে থাকলে এর পর সে "গুজব"।

    নোট, জ্বর লিখেছি ১০৪, আবার কারো কারো হালকা জ্বর হয়েও সেরে যায়। আবার কারো শুধু মাথা ব্যথা ছাড়া আর কিছুই হয় না।

    আরো কিছু লক্ষন :

    - হটাৎ করে কোনো সেন্ট, বা খাবার বা পচা কিছুরও গন্ধ পাবেন না। এটা ৩ জনে একজনের হয়।

    - চোখ লাল হয়ে যাওয়া। কোনো কেইসে চোখের পাপড়ির ভেতরের চামড়া পর্যন্ত লাল হয়ে যাবে। কেবল চোখের সাদা অংশ না।

    বাকি সব নেটে খুজলে পাবেন।

    জাজাকাল্লাহ।

    [ নোট : আমি জানি না। ফোনে, মেইলে, ইনবক্সে প্রশ্ন করলে আপনার সময় নষ্ট। বানোয়াট কথা শুনে স্বান্তনা শুনতে চাইলে শুনতে পারেন, কিন্তু এগুলো শেষে ঐ বানোয়াট কথাই ]

      Comments:
    • এগুলোর সবগুলোর রেফারেন্স আমার টাইমলাইনে কখনো না কখনো পোষ্ট করেছি ইংরেজিতে। এটা সেগুলোর কালেকশন, সোর্সের লিংক দেয়া ছাড়া।

    1-Apr-2020 12:45 pm

  • Published
    1-Apr-2020