Post# 1585668621

31-Mar-2020 9:30 pm


কথাগুলো আমার হয়তো কিছু আগে আগে হয়ে যাচ্ছে, কিন্তু কিছু আগে কথা বলাই কেমন যেন অভ্যাস হয়ে গিয়েছে। সব মিলে না যদিও।

তবলিগের এতাতি জামাতের পতন হয়ে গিয়েছে। দ্বিতীয় বিশ্ব যুদ্ধ থেকে আরম্ভ করে এখন পর্যন্ত এর প্রায় শতবর্ষ পূর্ন হবার আগে। নিজামুদ্দিন এখন বন্ধ করে দেবে। সিল গালা। তবলিগের কাজের উপর নিষেধাজ্ঞা। সাদ সাহেব হয়তো বাকি সময় কোর্ট কাচারিতে ছুটা ছুটি করতে করতে কাটাবেন।

এক জায়গা থেকে চালু হওয়া এই কাজ দুনিয়ার বহু প্রান্তে বহু বছর ধরে চলেছে যা দ্বারা বহু মানুষ দ্বিনকে শিখেছে। এর সমাপ্তি।

এতাতিদের দ্বিতীয় বড় মারকাজ ছিল মালয়শিয়াতে, সেটাও বন্ধ।

এতদিন বিশ্বাস ছিলো "আল্লাহ তায়ালা কাজের কোনো ক্ষতি করবেন না। কারন এতে গায়বি মদদ আছে।" সত্যি ছিলো। শত ওলি আউলিয়ার আড্ডাখানা ছিলো। কেমন যেন সবাই চলে গিয়েছে একে একে। নতুনদের জায়গা ছিলো না। কেবল ছিলেন মাওলানা সা'দ সাহেব। সবার আশা ভরসার কেন্দ্র। কিন্তু উনি ব্যর্থ। এক ওলি দিয়ে চলার মতো কাজ এটা ছিলো না।

সব ভালোর মতো এটারো একটা সমাপ্তি।

আবিশ্বাস্য। কিন্তু শেষ যুগ। মানুষ এমন সব অবিশ্বাস্য জিনিস দেখবে যে কনফিউশনে পড়ে যাবে।

দেখি।

31-Mar-2020 9:30 pm

Published
31-Mar-2020