Post# 1585658754

31-Mar-2020 6:45 pm


"আমি চাই ..."

উক্তি : "আমি চাই আপনি <এই নিয়ে> পোষ্ট দেবেন, আর <ঐ নিয়ে> কিছু লিখবেন না।"

এগুলো এনটাইটেলড হবার লক্ষন। পোলাপানদের মতো, যারা মনে করে আমি যা চাই তাই আমাকে দিতে হবে।

আর সত্যি কথা হলো এই ধরনের কথা বলে ছাত্র আর ভার্সিটির "বড় ভাইরা" যারা নিজেদের কুয়ো থেকে এখনো বের হতে পারে নি। বিশ্বাস করে আমি যা চাই সমস্ত মানুষের তাই করা উচিৎ।

সমস্ত মানুষের কেন করা উচিৎ? কারন আমি চাই তাই।

তাদের এই কমান্ডিং স্টেন্ড অনেকে পছন্দ করে। বিশেষ করে তাদের ছোট ভাইরা।

আমি করি না। তাদের ব্লক করে দেই।

ব্লক করে দেয়ার পরে তারা যা চায় সেটা পায় না।
তাতে আমার কি? :-)

31-Mar-2020 6:45 pm

Published
31-Mar-2020