Post# 1585655805

31-Mar-2020 5:56 pm


মৃত্যু সবার হবে। যখন লিখা আছে তখনই হবে। দুনিয়াতে আমার খাওয়া যতটুকু আল্লাহ রেখেছেন সেটা ঠিক শেষ হয়ে যাবার পরে হবে। এর পর আর একটা দানা খাবার সুযোগ নেই কারন সেটা আমার জন্য লিখা না।

মৃত্যু হবে। খুব কম লোকেরই শাহাদাতের মৃত্যু হয়। অধিকাংশের স্বাভাবিক মৃত্যু হয়।

এই সময় শাহাদাতের মৃত্যুর জন্য :

- মু'মিন হতে হবে। আমরা কেউ কাফির না, কিন্তু মুনাফিক হবার আশংকা সবসময় আছে।

  • তকদিরের উপর বিশ্বাস থাকতে হবে।
  • এই ময়দান ছেড়ে পালানো যাবে না।
  • এই বিপদে ধর্য্য ধরতে হবে।
  • এর পর উনার ফয়সালার অপেক্ষা করতে হবে।

    এর পর এতে মৃত্যু হলে শাহাদাৎ।

    31-Mar-2020 5:56 pm

  • Published
    31-Mar-2020