"নিজামুদ্দিনের সমস্যা এর আমিরত্ব নিয়ে। অন্য কোনো মাসলা-আকিদা নিয়ে না"
ঠিক আছে। যদি দশ জনের ডিসিশনে চলতো তবে সা'দ সাহেবের "কিছু হবে না, এগুলোর দিকে আমরা তাকাইবোই না" এটিচিউড হয়তো শুরার অন্য কেউ বেলেন্স করতো তার আরো প্রেকটিক্যল "পরিস্থিতি বুঝে আমরা এখন করবো না" মত দিয়ে।
কিন্তু একার স্বিদ্ধান্তেই সব। যেন ডিভাইন স্বিদ্ধান্ত। এভাবে চলে যে কয়দিন চলে। কিন্তু যখন আল্লাহ তায়ালা ফেলে দেন তখন পতনটা হয় হার্ড।
সমস্যা একটাই ছিলো, আমির আর ক্ষমতা। এখনো তাই। তাতেই সমস্যা।
আমার শিক্ষা?
আমার অন্ধ বিশ্বাস -- দেখি কিসের উপর বিশ্বাস। কারন যার উপর বিশ্বাস তার কলাপস হলে আমার বিশ্বাসের সবকিছুর কলাপ্স হবে।