Post# 1585641081

31-Mar-2020 1:51 pm


আমল,

আমলের ব্যপারে যতটুকু ইলম থাকলে আমল করা যায় অতটুকু ইলমই উত্তম। এর থেকে বহু গুন বেশি থাকলে একজন সেই ইলম নিয়ে "জাগল" খেলতে থাকে। এটা ঠিক, না এটা ভুল, সেটা ধোকা, ঐটার গুরুত্ব নেই।

এটা দ্বারা রিসার্চার হওয়া যায়, কিন্তু আল্লাহ তায়ালা ঐ নৈকট্য পাওয়া যায় না যেটা অন্য কেউ তার ইলম কম, কিন্তু সেটা নিয়েই সব সময় আল্লাহর সামনে বসে যে তসবিহ পড়ছে, আল্লাহর হামদ করছে সে যতটুকু এগিয়ে যায়।

রাসুলুল্লাহ ﷺ এ জন্য অনুপকারি ইলম থেকে বাচার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন।

এই উম্মতকে আল্লাহ তায়ালা এজন্য করেছেন "উম্মি"। তাদের নবিও উম্মিদের নবি।

তবে যুগটা এমন যে মোবাইল খুললে ৪০ হাজার কিতাব। আমরা "উম্মির" ঐ অর্থ করতে পছন্দ করি যে অর্থ বলে এর মানে "ইহুদি না"। এখন যে ব্যক্তি উম্মি কথাটার পুরানো প্রচলিত অর্থ করলো, সে যেন রাসুলুল্লাহ ﷺ কে অপমানিত করলো, এই উম্মাহকে অপধস্ত করলো।

বাগদাদের পতন হয়েছিলো এর ইলমের শিখরে থাকার সময়। স্পেনের পতনের আগে উম্মির অর্থও এর আলেমরা ঐ করতো যেটার জোরালো প্রচার কিছু দিন আগে আমি ফেসবুকে দেখেছি।

আল্লাহ তায়ালা হিফাজত করুন।
মাফ করুন।
রক্ষা করুন।

দ্বিন টিকে থাকে। কিন্তু যে জাতি এই দ্বিনকে বহন করে তাদের ধ্বংশ করে দেন। অন্য জাতির উপর উনি দায়িত্ব তুলে দেন।

31-Mar-2020 1:51 pm

Published
31-Mar-2020