Post# 1585633244

31-Mar-2020 11:40 am


"চাকরি নাই, ব্যবসা নাই, খাবো কি?"

সবই আছে। কিন্তু দুর্যোগে পুরানো কাজ বন্ধ হয়ে যায়, নতুন কাজ আসে।

যেমন এখন কেউ দাফন কাফনের সার্ভিস খুললে লাভ করতে পারবেন। চার জনে মিলে একটা এম্বুলেন্স ভাড়া করে। মারা গেলে ফোন করলে আমরা গোসল-কাফন-দাফন সব করে দেবো, চার্জ ৪০ হাজার টাকা।

"৪০ হাজার? কিন্তু আনজুমানে মফিদুল ইসলাম এটা ফ্রি করে!"

আগে করতো। এখন করে না। এই ভাইরাস লাগার পরে সবাই অফিস বন্ধ করে পালিয়েছে। সেখানে এখন কোনো দাফন কাফন হয় না।

"এরকম করলে আমি মারা যাবো"

না খেয়ে থাকলে আরো আগে মারা যাবেন।

"কিন্তু আমি ব্যবসা না, চাকরি চাই"

ঐ রকম কম্পানি যদি কেউ খুলে তবে সেখানে ওয়ার্কার হিসাবে চাকরি করতে পারবেন।

"আর কিছু?"

এরকম অনেক আছে। বাইরে তাকিয়ে প্রতিটা সমস্যা দেখেন। বুঝেন সমস্যাটা সামনে বাড়বে কিনা? যদি বাড়ে তবে সমাধান প্রোভাইড করার ব্যবসা খুলে বসুন। সব ব্যবসাই মানুষের কোনো সমস্যার সমাধান দেয় যেহেতু। নতুন সমস্যার এখন অভাব নেই। তাই নতুন ব্যবসার সুযোগেরও অভাব নেই।

"আমি সরকারি চাকরি করি, আমার?"

ঘুষ খান।

31-Mar-2020 11:40 am

Published
31-Mar-2020