(quote)
... এক্ষেত্রে আমি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহর একটি ঘটনা উল্লেখ করছি৷ আল্লাহ তাআলা তাঁকে প্রচুর রূহানী শক্তি দিয়েছিলেন৷ তাঁর সময়ে এক ব্যক্তির উপর জিনের আছর হয়৷ বহু আমেল,কবিরাজ রোগীর চিকিৎসা করলেন৷ কিন্তু অবস্থা তথৈবচ৷ অবশেষে রোগীকে নেয়া হলো শাহ সাহেবের নিকট৷ শাহ সাহেব মাত্র একবার ফুঁ দিলেন৷ রোগী তৎক্ষনাত সুস্থ হয়ে গেলো৷ যেসব আমেল রোগীর চিকিৎসা করেছিলেন তারা সবাই অবাক হয়ে শাহ সাহেবের নিকট গেলেন৷
সবাই জিজ্ঞেস করলেন হযরত আপনি এমন কোন আমল করলেন যে রোগী মুহূর্তেই সুস্থ হয়ে গেলো!? শাহ সাহেব বললেন, সূরা ফাতিহা পড়েছি৷ সবাই তো আরও অবাক৷ পুনরায় তারা প্রশ্ন করলেন যে, আমরাও তো সূরা ফাতিহা পড়েছি, কিন্তু কাজ হয় নি কেন? শাহ সাহেব বললেন, তোমরা ফাতিহা পড়েছো জামালী, আর আমি পড়েছি জালালী৷