কমেন্ট বন্ধ করে রেখেছি বলে। খোলা থাকলে কমেন্ট ভরে যেতো "করোনা ভাইরাস হলে সিম্পটম দেখা দেবার আগেই একজন রোগ ছড়াতে থাকে, তাই বুঝা যায় না কে রোগাক্রান্ত। এই অবস্থায় মসজিদে গেলে... ... এটা কি আপনি চিন্তা করেছেন?"
এখানে বিষয় হলো : সমস্যা এই না যে এটা সবাই চিন্তা করছে না।
বরং সমস্যা এই যে আপনি কোনো কারনে ধরে নিয়েছেন এটা সবাই জানে না, বা এটা নিয়ে চিন্তা করে না।
ইফার ঘোষনাগুলো পড়েই আমি বুঝতে পারি ঐ কথাগুলোর কারনেই এই ভাবে ঘোষনা হচ্ছে। এবং ধারনা করে নিতে পারি তাদের আলোচনার ৭৫% ই ঘুরেছে ঐ ব্যপারটাকে নিয়ে।
আর আপনি ধরেই নিয়েছেন এই ব্যপারে কেউ সচেতন না, আপনি ছাড়া।
প্রশ্ন, "তবে সচেতন হলে কি করে এই কথা বলেন যে..."
উত্তর : আপনি বুঝবেন না। মূল সমস্যা ঐটাই যে কারনে আপনি প্রথমেই ধরে নিয়েছিলেন আমরা এটা জানি না।
জাজাকাল্লাহ।