Post# 1585556987

30-Mar-2020 2:29 pm


কাজী ইব্রাহীম সাহেবের আরো কিছু লেকচার শুনছিলাম। উনি আমার থেকে বয়সে বড় এটা জানা। তাই যে যুগ শেষ হবার পরে এর গল্প আমি শুনেছি ছোটবেলায় সেগুলো উনি নিজে দেখেছেন।

উনি বলছেন :

"ছোটবেলায় কলেরা আর বসন্ত মহামারি হতো। আমরা গ্রামে গ্রামে ঘুরতাম আর আর হাজার আয়াতুল কুরসি পড়ে দোয়া করতাম। আর গ্রামে গ্রামে আজান দিয়ে আসতাম ..."

কি? আজান দিতো? কিন্তু কিন্তু আমি তো ধারনা করেছিলাম মহামারি হলে আজান দেয়া এই বছর চালু করা বিদায়াত।

বিদায়াত হোক বা না হোক, এটা যে শেষ মহামারিতেও প্রচলিত ছিলো প্রমান পাওয়া গেলো। :-)

30-Mar-2020 2:29 pm

Published
30-Mar-2020