Post# 1585462664

29-Mar-2020 12:17 pm


তৌবার ব্যপারে :

মূল কথাগুলো সংক্ষেপে /

- ইসতেগফার : মাফ চাওয়া। তৌবা : গুনাহ থেকে ফিরে আসা।

- তৌবা করবো, ইসতেগফার করবো। কিন্তু কছম কাটবো না যে এই গুনাহ আর করবো না। কছম কাটলে কছমের কাফফারা দিতে হবে আবার করলে। প্রতিবার গুনাহ করার জন্য তিন দিন রোজা, হানাফি মাজহাবে। এটা অপছন্দনীয়, নিন্দনীয়, আল্লাহ তায়ালাও এরকম করার কথা বলেন নি।

- বরং তৌবা করার সময় আন্তরিক ভাবেই করবো। এর পর যদি আবার সেই একই গুনাহতে ফিরে আসি? আবার তৌবা করবো আবার ইস্তেগফার করবো। বার বার তৌবা করি আবার একই গুনাহ করি এটা যেন আমাকে তৌবা-ইসতেগফার থেকে বিরত না রাখে।

হাদিস : "বান্দা কোনো গোনাহ থেকে তওবা করার পরও যদি পুনরায় সেই গোনাহ করে এবং পরে তওবা করে আল্লাহ তাআলা প্রত্যেকবার তওবা কবুল করেন। বান্দা তাওবা করতে করতে ক্লান্ত হয়ে যায় কিন্তু আল্লাহ তায়ালা কখনো ক্ষমা করে ক্লান্ত হন না।"

- তওবাতুন নাসুহা হলো ঐ তৌবা যেটা করার পর অন্তর এমন ভাবে ঐ গুনাহ থেকে ফিরে আসে যে ঐ গুনাহতে আবার ফিরে যাবার থেকে যেন মৃত্যুই ভালো। গুনাহর প্রতি তার প্রচন্ড লজ্জা, ঘৃনা চলে আসে। সুরা তাহরিমে এই তৌবার কথা আছে।

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ক্ষমা করুন।

29-Mar-2020 12:17 pm

Published
29-Mar-2020