Battle Station Situation Update
- সুন্নাহ না পড়ে দৌড় দিলে গত মাস পর্যন্ত মানুষ গালি দিতো, বা এই মসজিদে মারও লাগাতো "এরা নিকৃষ্ট"। এর পর ইমাম যখন ঘোষনা দিলো "সুন্নাহ বাসায় পড়বেন" মানুষ কয়েক দিন বুঝে না ইমাম কি বলে? জামাতের মতো সবাই সুন্নাহ আদায় করে আগের মতো। ইমাম একটু কড়া করে বলে। সবাই ফেল ফেল তাকায়। তাও সুন্নাহ পড়ে। এখন নামাজ পড়েই ইমামের এলান "সবাই চলে যাবেন, সুন্নাহ বাসায়"। এখন সবাই চলে যায়।
সুন্নাহ বাসায় পড়াই যদি সুন্নাহ হয়, তবে আরেক সুন্নাহ আল্লাহ তায়ালা কায়েম করলেন ভাইরাস দিয়ে।
- জানাজার সময় কোন রোগে মারা গিয়েছে এটা ইমাম কখনো বলে না। এখন বললো। যেন মানুষ "ভুল" না বুঝে।
- বাইরে গত মাসে ছিলো ১ জন মাস্কড, ১০ জন আনমাস্ককড। আজকে খেয়াল করে দেখলাম প্রতি ১০ জন মাস্কডের বিপরিতে ১ জন আনমাস্কড।
- আগে নামাজের সময় রাস্তায় : ১০০ জন যাচ্ছে কাজে, ১ জন মসজিদে। এখন ১০ জনের যাত্রা মসজিদে, ১ জন কাজে। ব্যসিক্যলি রাস্তায় এখন যারা বের হয়, তারা মসজিদে যাবার জন্যই মূলত বের হয়। আর কোনো কাজে কেউ বের হয় না।