কিন্তু কি চাইবো? - ২
বহু সফল লোকের গল্প এটা। ছোটবেলায় কষ্টে ছিলাম। মার খেতাম। অনাহারে ছিলাম। জুলুমের মুখে সেই দিন প্রতিজ্ঞা করি একদিন ইনশাল্লাহ আমি বড় হবো। সারা জীবনের স্বপ্ন ছিলো এটা। এখন আমি দেশের সবচেয়ে বড় <কিছু একটার> ব্যবসায়ি।
প্রত্যেকের জীবনের একটা মূল স্বপ্ন থাকে। বড় লোক হওয়া? ক্ষমতাশিল হওয়া? মন্ত্রী হওয়া? আর্মি অফিসার হওয়া? আল্লাহ তায়ালা ঐ স্বপ্ন পূর্ন করে দেন।
জীবনের একটাই দোয়া। যেটা আল্লাহ তায়ালা কবুল করেন।
শয়তানেরও ছিলো : কিয়ামত পর্যন্ত আমাকে সময় দিন। আল্লাহ তায়ালা কবুল করেছেন।
ফিরআউনেরও ছিলো : ক্ষমতা দিন। কবুল।
এর জন্য বুজুর্গ হওয়া লাগে না।
আমার সমস্যা : তবে কি চাইবো?