Post# 1585402758

28-Mar-2020 7:39 pm


আজকে আরেকটা ভিডিও দেখলাম কাজী সাহেবের। বললেন "এও বলেছে বাচতে হলে তাহাজ্জুদ লাগবে।" পর পরই উনি হাদিসের রেফারেন্সে চলে গেলেন দ্রুত যেন কেউ উনাকে "বিদায়াত" না বলতে পারে।

যাই হোক। ঘুরে ফিরে সেই সুরা মুদাসসির। তাহাজ্জুদের অভ্যাস করে ফেলি কারন এখন সবাই ফ্রি।

সময় রাত ১টা থেকে ফজরের আজান দেয়ার আগে পর্যন্ত।
ফজরের আজানের সময় পাবেন এখানে
https://habibur.com/salat/

অতি সংক্ষেপে : ৪ রাকাতে ১৬ পৃষ্ঠা তিলওয়াত।
এটা মূল নামাজ। আগে ২ রাকাত নফল আর পরে বিতির ৩ রাকাত।
সব মিলিয়ে ৪৫ মিনিট লাগবে হয়তো।

এটা স্টেন্ডার্ড মিনিমাল। পরও মেইন্টেইন করা যাবে ইনশাল্লাহ।

28-Mar-2020 7:39 pm

Published
28-Mar-2020