Post# 1585386636

28-Mar-2020 3:10 pm


[ দেশে দুর্ভিক্ষের কোনো লক্ষন নেই। কোনো কারন নেই। ভয়েরও কোনো আশংকা নেই। তাই নিচেরটা শেয়ার করলাম। দুর্ভিক্ষ লেগে গেলে আর এগুলো বলা যাবে না। এটা এক্সপেরিয়েন্স থেকে। যেহেতু ৬০-৭০ এর দশকের শেষাংশ দেখার এক্সপেরিয়েন্স হয়েছে। আর এখন মানুষ বিভিন্ন ঘটনায় ২য় বিশ্বযুদ্ধের এক্সপেরিয়েন্স শেয়ার করছে। ]

|| ৮ মাস
দুর্ভিক্ষ আসলে সাধারনতঃ ৮ মাস চলে। যে কোনো আপদই আল্লাহ তায়ালা ৮ মাসের মাঝে সরিয়ে নেন। সাধারনতঃ।

|| আত্মমর্যাদা
এ সময়ে এটা মানুষের মাঝে চাগিয়ে উঠে। ৭০ এর দিকে দুর্ভিক্ষে চালের অভাব হয়েছিলো। কিন্তু গমের অভাব ছিলো না। কিন্তু মানুষ রুটি খেতো না কারন এটা "গরিবদের খাবার"। আত্মমর্যাদা চাগিয়ে উঠে।

|| মিষ্টিআলু
এটা খুব দ্রুত বড় হয়। দুর্ভিক্ষের সময় বুনতে পারলে খেয়ে চলা যায় আল্লাহর রহমতে। দুর্ভিক্ষের সময় খাবার জন্য এটা বহুল প্রচলিত। বীজ সংগে থাকতে হবে।

28-Mar-2020 3:10 pm

Published
28-Mar-2020