Post# 1585382470

28-Mar-2020 2:01 pm


ভাইরাসটা যাকে ধরে মারছে তাকে শেষ করে দিচ্ছে।
যাকে ধরে কিছু করছে না, তার কিছু হচ্ছে না।

- হাসপাতালে : রোগিরা হেটে আসছে কথা বলতে বলতে। চার ঘন্টা পরে তারা আইসিইউতে বাচা মরার টানে।

- একজনের ভাইরাস ধরেছে। কিছু হয় নি। সবার ধারনা সে বেচেছে। ৪৮ ঘন্টা পরে তার মৃত্যু।

আগে : বলা হয়েছিলো সময়ের সাথে সাথে সব ভাইরাস দুর্বল হয়। এটাও হবে।

ফিল্মে : দেখায় ভাইরাস আরো শক্তিশালি হয়। তা না হলে মুভি জমবে না।

এটা : আমি দেখছি আরো মারাত্মক হচ্ছে।

ইতালিতে ৬০ এর উপর কাউকে আইসিইউতে দিচ্ছে না। মরার জন্য ফেলে রাখছে। আইসিইউতে যারা তাদের অর্ধেকের বয়স ৫০ এর নিচে।

    Comments:
  • // বাংগালি স্টাইলে লিখলাম। সাইন্সের স্টাইলে লিখলে সব হতো পার্সেন্ট, মিন, মিডিয়ান আর কমপেরিশন চার্ট। এগুলো দিয়ে যে যা বুঝে।
  • // মুভি দেখি নি। না দেখে এগুলোর কাহিনি জানা যায় নিউজ রিপোর্ট পড়লে। কারন সেখানে এগুলোর উল্লেখ থাকে হরহামেশা।

28-Mar-2020 2:01 pm

Published
28-Mar-2020