বিপদের সময়। সবাই এখন অন্য কারো সাহায্যের আশায়।
কথা : "দেখছি দেখছি। কেউ আমার জন্য আগায় আসে নাই। কেউ সাহায্য করে নাই। সবাই স্বার্থপর।"
এগুলো জানা কথা। এর পর আপনি এই জিনিসটা মাথায় রেখে মানুষের জন্য নিজে কি করবেন সেটা হলো আসল।
এই ব্যপারে মানুষ ভিন্ন ভিন্ন জিনিস অনুসরন করে :
"মানুষের সবসময় উচিৎ আমার সাহায্য এগিয়ে আসা, কারন এটা আমার অধিকার। প্রাপ্য। সাহায্য না করে থাকে কিরে? কিন্তু আমি নিজে কিছু করতে পারি না কারন আমি এত কিছু বুঝি না।"
"আমি সাহায্য করবো যদি অন্যরাও আমার জন্য আগায় আসে। নয়তো আমিও এই সব লোকদের সাহায্য করবো না।"
"আমি সাহায্য করবো। আবার মানুষদের থেকে দাবি করে সাহায্য নেবো। আমি করি না? তোমরা করবা না কেন?"
"আমি করবো। অন্যদেরও করা উচিৎ। আমার দাবি ছাড়া।"
বহু মত ...
// শেষের গুলো লিখলাম না। কারন শেষেরগুলো যে বুঝবে সে নিজেই বুঝবে। বাকিরা "হ্যা হ্যা, আমি এই শেষেরটাই। কিন্তু ...." বলে শুন্য চোখে তাকিয়ে থাকবে।