সাহায্য। আবার ফান্ড উঠছে ফেসবুকে।
পরিচিতদের আমি বলবো আপনার আশে পাশের বিপদাপন্নদের সরাসরি নিজে দিয়ে সাহায্য করুন। একটু খুজলেই পাবেন।
৯৫% ফেসবুক ফান্ড নিয়ে এর আগে গন্ডোগোল হয়েছে। শেষে আপনাকে বুঝ দেয়া হবে "আপনার সোয়াব আপনি পেয়ে গিয়েছেন। আপনার ক্ষেপার কি আছে?"
FAQ : "কিন্তু <একে> দিলে? বিখ্যাত! তাকে তো সবাই চিনে।"
উত্তর : আমার উপরের লিখা দ্রষ্টব্য।
"এর পরও যদি দিতে চাই?"
যে ফান্ডের টাকা তুলছে তাকে ব্যক্তিগত ভাবে দান করছেন নিয়ত করে দিয়ে দেন। যদিও সে চাইছে গরিবদের জন্য। তার টাকা থাকলে সে নিজেই হয়তো দান করতো, তার নেই বলে। এই হলো নিয়ত।
এর পর সে তার কালেকটেড টাকা নিয়ে যাই করুক তার গুনাহ হবে না যেহেতু এটা তার পারসোনাল টাকা। আপনিও নিজে ঠকেছেন মনে করবেন না। পরে ঐ টাকা থেকে কিছু নিয়ে সে অন্যকে কিছু সাহায্য করলে করলো। আপনি জানেন না। জানার প্রয়োজনও নেই। যেহেতু আপনি দান করেছেন তাকে।
জাজাকাল্লাহ।