করোনা ভাইরাস : আমার নসিহা আপন জনদের জন্য :
- চ্যালেঞ্জ না দেই। বা এই ধরনের চিন্তা অন্তরে না আনি। যেমন, "এই যে দেখেন আমি কি করছি!" "আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না" "কিচ্ছু হবে না" -- আল্লাহ তায়ালা অহংকারিদের পছন্দ করেন না।
- দ্বীনি আমল থেকে পিছিয়ে না আসি। মাথা নিচু করে আমল করে যাই। অহংকার ছাড়া। চুপচাপ, গোপনে। ঔদ্ধত্য না দেখিয়ে। যে জন্য আমাদের জন্ম। যে জন্য আমাদের পৃথিবীতে পাঠানো।
- কে ভুল, কে খারাপ, কে ভীতু -- অন্যের ব্যপারে কোনো খারাপ কথা অন্তরে না আনি। এই ধরনের আলোচনায় না যাই। আমরা সবাই ভুল কোনো না কোনো ক্ষেত্রে। সবাই ভীতু কোনো না কোনো সময়। এজন্যই আমরা আল্লাহর কাছে হাত তুলি তৌবা করি।
মানুষকে আল্লাহ তায়ালা অতি দূর্বল করে সৃষ্টি করেছেন। উনি সহায়।