Post# 1585326123

27-Mar-2020 10:22 pm


আব্দুল মালেক সাহেব আজকে নতুন লিখা দিয়েছেন আরো স্পষ্ট করে। লিংক কমেন্টে। সাইন্স নিয়ে যা লিখেছেন সব বাদ দিন। সাইন্স শেখার জন্য আলেমদের কাছে যাই না। কেবল দ্বিনী ফতোয়া, কি করবো? এর উত্তর :

"পাঁচ ওয়াক্ত ফরয নামায জামাতের সাথে মসজিদে আদায় হওয়া ওয়াজিব। জুমার নামায জামাতের সাথে আদায় করা ফরয। উভয়টি ইসলামের অনেক গুরুত্বপূর্ণ শিআর (পরিচয়-চিহ্ন)।কিছু কিছু বাস্তব ওযরের কারণে জুমা ও জামাতে শরীক না হওয়ার অবকাশ তো শরীয়তে আছে; সে ছাড় অবশ্যই গ্রহণ করা দরকার। কিন্তু অমূলক ধারণা প্রসূত শংকা ও ভীতির কারণে জুমা ও জামাতের উপর পাবন্দি লাগানো বা মসজিদ বন্ধ করার চিন্তা করা এর কোনো অবকাশ নেই।"

জাজাকাল্লাহ।

    Comments:
  • https://www.facebook.com/alkawsarbd/posts/2952137961530856

27-Mar-2020 10:22 pm

Published
27-Mar-2020