Post# 1585299460

27-Mar-2020 2:57 pm


জুম্মায় পরিবর্তন :

- নামাজ ১৫ মিনিট আগে হয়েছে। ঘোষনা ছিলো। সামনে সপ্তাহে আরো ১৫ মিনিট আগে হবে।

- আগের বাংলা বয়ান হয় নি। কিন্তু এর পরও ৮ মিনিটের কথা হয়েছে।

- খুতবা ১ + ২ = ৩ মিনিটে দুই খুতবা।

- নামাজ ও খুতবা শেষ ৯ মিনিট।

- উপচে পড়া মানুষের ভিড়।

- আগে রেগুলার যে ছোট মসজিদে নামাজ পড়তাম সেখানে নাকি এক মানুষ ফাকা ফাকা করে দাড়িয়েছে। ইমাম সাহেবের হুকুম ছিলো। নিজে এখন বড় যে মসজিদে যাই। সেখানে একত্রে হয়েছে।

- ইমাম সাহেব বললো জোহর ইশার আজান এখন নামাজের ১৫ মিনিট আগে হবে, আগের মতো ৩০ মিনিটের বদলে।

- সেন্ডেল রাখার জন্য প্লাসটিকের ব্যাগ দিলো সৌদির মতো। যদিও স্যন্ডল থেকে ভাইরাস ছড়ায় না।

গত সপ্তাহে ধারনা করেছিলাম এই সপ্তাহে হয়তো আর নামাজ হবে না। সব বন্ধ। আল্লাহর রহমতে কেবল বাংলাদেশে এখনো চালু আছে। ভারত পাকিস্তানেও বন্ধ। চালু যেটা সেটা টোকেন চালু।

অন্যদের পোষ্ট থেকে।

- এখন ওয়াক্তিয়া নামাজে মানুষ হয় জুম্মার মতো। জুম্মায় ঈদের মতো।

- জেলা শহরের এক মসজিদে আসরের নামাজে আগে হতো তিন কাতার মানুষ। এখন আসরে তিন তলা মানুষ।

- এক মসজিদে জামাত বন্ধ করার পায়তারা করছিলো। মুসুল্লিরা কমিটিকে দিয়ে ইমামকে এমন ধাধানি দিয়েছে যে ক্ষমা চেয়ে পার।

দেখতে থাকি।

    Comments:
  • // ফেক্ট উল্লেখ করা হয়েছে কেবল। ভালো মন্দ বলা হয় নি। রাগার কিছু নেই।

27-Mar-2020 2:57 pm

Published
27-Mar-2020