প্রতিদিন একটা করে স্বপ্ন শেয়ার করবো চিন্তা করেছিলাম। কিন্তু সময়টা এখন সেন্সিটিভ। বিপদের সময় মানুষ কে কার উপর কি কারনে দোষ চাপাবে খুজতে থাকে। এখন যাই বলি না কেন মানুষ তেতে উঠবে। সবাই আতংকে আছে যেহেতু।
তাই চুপ। এখন "পজিটিভ-গিরি" দেখালেও গালি খাবেন। "নেগেটিভ-গিরি" দেখালেও। যে যাই বলুক বিপদ।
আর আলামতের আলোচনা করার সময় হলো তার নিদর্শন আসার আগে। চলে আসার পরে আর আলোচনা না। আগে যা জানতাম ততটুকু।
এখন পথ চলা, দেখতে থাকা।