N95 মাস্ক ব্যবহার অপ্রয়োজনীয় :
দেশে যেগুলো এখন পাওয়া যাচ্ছে সেগুলো স্থানিয় সেলাই করা, এবং ফিল্টারের জায়গায় প্লাসটিকের একটা বোতলের ক্যপ লাগানো। বাতাস আসা যাওয়া করে মাস্কের সাইড দিয়ে।
সঠিক হতে হলে,
কিন্তু তখন আপানার মুখের পাশে ঘা হয়ে যাবে যদি দিনে ৮ ঘন্টা মাস্ক পড়ে থাকেন। ডাক্তার-নার্সদের যা হচ্ছে। এটা প্রেকটিক্যল না।
এর থেকে নীল রংয়ের সার্জিক্যল মাস্ক ভালো। এট লিষ্ট এটা ফিল্টার করার জন্যই তৈরি করা। কিন্তু পুরানো সার্জিক্যল মাস্ক পরিষ্কার করে বিক্রি করছে নাকি এটা বুঝতে হবে।
বেষ্ট এখনো আমি দেখছি আরব স্টাইলে মুখে বড় রুমাল, কাপড়।