Post# 1585069437

24-Mar-2020 11:03 pm


একজন ইনবক্সে এটা পাঠালো। "সুরক্ষা চুড়ান্ত না হলে মসজিদে যাবে না"?

অর্থহীন একটা ডিসিশন। ব্যসিক্যলি "মসজিদে যাবে" বা "মসজিদ বন্ধ থাকবে যাবে না" -- এই দুটোর একটা বলতে হবে। বুঝাই যাচ্ছে পলিটিক্যল স্টাইলে আস্পষ্ট কথা লিখা হয়েছে এখানে যেটা দিয়ে কিছু বুঝা যায় না।

পলিটিক্সের সাথে দ্বিনের নির্দেশনা সম্পর্ক নেই। দ্বিনের নির্দেশনা হয় স্পষ্ট।

এটা না নির্দেশনা, না ফতোয়া।

মসজিদে যাচ্ছি ইনশাল্লাহ। বাকি সবাই যাচ্ছে বলে। মসজিদ বন্ধ হয়ে গেলে বাসায়।

জাজাকাল্লাহ।

24-Mar-2020 11:03 pm

Published
24-Mar-2020