Post# 1585065336

24-Mar-2020 9:55 pm


"অখিরুজ্জামান নিয়ে কিছু বলেন। এখন আমরা কি করবো?"

ব্যসিক্যলি এখন কাজ হলো নিজের ঈমানকে আকড়িয়ে থাকা। আমলের যে লিষ্ট দিতাম বহু বছর ধরে সেটার সময়ও হয়তো শেষ। এখন দৌড়ের উপর থাকতে হবে। ডেসপারেটলি ঈমানকে আকড়ে থাকতে হবে। এর উপর যেন মৃত্যু হয়।

যেমন,

<কিছু কঠিন সিনারিও, লিষ্টটা লিখেও মুছে দিলাম, ভয় দেখিয়ে লাভ নেই, যদি হয় তবে মানুষ দেখতে পারবে> --- প্রতিটা অবস্থায় ঈমানের উপর থাকতে হবে।

যেন, "মালিক আপনার উপর ভরসা। সহজ করেন। কিন্তু এত কষ্টেও আমি আপনার উপর সন্তুষ্ট।"

এটাও পারা যাবে না, যদি না এখনই ঐ অবস্থার উপর নিজের ঈমানকে না তুলি।

বলা আছে : দাজ্জাল আসার পরে মানুষের ঈমান আনা তার কোনো উপকার করবে না। যদি না সে এর আগেই ঈমান এনে থাকে।

ঈমানকে আকড়িয়ে থাকি। এটাই এখন একমাত্র কাজ।

আল্লাহ তায়ালা যেন তৌফিক দেন পরে এর উপর কিছু আলোচনা করার, কিভাবে।

24-Mar-2020 9:55 pm

Published
24-Mar-2020