দারুল উলুম দেওবন্দের ফতোয়াতে কি বলা হয়েছে?
এই ব্যপারেও ইখতেলাফ আছে।
সালাফি : স্পষ্ট করেই কঠোর ভাবে মসজিদে যাওয়া নিষেধ করা আছে।
হানাফি : স্পষ্ট করেই মসজিদে জামাতে পড়ার কথা বলা আছে।
একটা অনুবাদ পাবেন এখানে।
https://www.facebook.com/photo.php?fbid=2578620495752043&set=a.1476011029346334&type=3&theater
আচ্ছা, ইসলামি ফাউন্ডশনের আজকের ফয়সালায় কি বলা আছে?
সেখানেও ইখতেলাফ :
সালাফি : স্পষ্টতই এখানে বলা হয়েছে কাউকে মসজিদে না যেতে।
হানাফি : মসজিদে যাবার কথা বলা আছে।
কথা একই। যার যার বুঝ ভিন্ন।
অতএব আমাকে জিজ্ঞাসা করে লাভ নেই।
বা আমাকে বুঝিয়েও লাভ নেই। :-)
আল্লাহর রহমতে কমেন্ট বন্ধ করে রেখেছি বলে। নয়তো কমেন্টে "বিভ্রান্ত করবেন না" "অপব্যাখ্যা করবেন না" পার্টি হামলে পড়তো। :V