এখনো যারা মসজিদে যাচ্ছেন তাদের জন্য :
[ ব্যসিক্যলি কেবল হানাফি-দেওবন্দিদের জন্য। অন্যদের জন্য এখন মসজিদে যাওয়া নিষেধ আছে তাদের উলামাদের নির্দেশ মতো ]
জামাত শেষ হবার ৩ মিনিটের মাঝে মসজিদ থেকে বের হয়ে আসতে হবে। সুন্নাহ বাসায়। সবাই পড়ছে, সবাই বসে আছে, কেউ ভয় পাচ্ছে না -- এগুলো যেন আমাকে বিভ্রান্ত না করে।
বে-পরোয়া না হই। আল্লাহ তায়ালা পছন্দ করেন না।
কিছু আগে গেলেও সমস্যা নেই। কারন আগে মানুষ আসে না। মসজিদ ফাকা থাকে। কিন্তু নামাজের পরে সবাই বসে থাকে সুন্নাহ পড়ে এই সময়টা বিপদজনক। তাই সালামের পরে তারাতারি বের হয়ে আসাটা জরুরি।
তিন মিনিট।