Post# 1584963731

23-Mar-2020 5:42 pm


"আল্লাহু আকবার"

ডাকটা অধিকাংশ সময় ভালো। বিপদ সরায়।

কখনো বিপদ ডেকে আনে। যেমন বজ্রপাতের সময় বলতে হয় না। বরং সুবহানাল্লাহ বলতে হয়। সম্ভবতঃ এটা একটা হাদিসে আছে।

ঝড় বজ্রপাতের সময় আজান দিয়ে বহু লোককে বজ্রাঘাতে মারা যাবার শুনেছি। এত বেশি যে গননা করতে পারি না।

তবে এই আতংকে কি আল্লাহু আকবার বিপদ দূর করবে? আমার প্রশ্ন ছিলো।

যা নিদর্শন পাচ্ছি। হ্যা, দূর করবে ইনশাল্লাহ।
এই বিপদে বেশি করে পড়ার বিষয়।
তাই বেশি করে আল্লাহু আকবার পড়ি।
সংগে এস্তেগফার।

স্পেইনের মসজিদেও আজান দিচ্ছে।
বাংলাদেশেও যতদিন মসজিদে মসজিদে আজান চলতে থাকে।

    Comments:
  • // সবগুলোর দলিল দিতে পারি। কিন্তু দরকার কি? তর্কবাগিশরা তখন অন্য পয়েন্ট খুজবে তর্ক করতে। যারা সত্যি জানতে চান তারা নিজেরা সার্চ করে জেনে নিতে পারবেন।

23-Mar-2020 5:42 pm

Published
23-Mar-2020