এখন যে খবরগুলো আসছে এগুলো ভয়াবহ। এগুলো বাংলায় শেয়ার করি বা ইংরেজিতে মানুষের আতংক আরো বাড়বে।
তাই কিছুই শেয়ার করছি না।
পাহাড়ে চড়ার সময় বলা হয় নিচের দিকে না তাকাতে। তবে ভয়ে মাথা ঘুরিয়ে নিচে পড়ে যেতে পারে। না তাকালে মনে হবে আমি এইতো মাটির উপর দাড়িয়ে।
আযাব নাজিলের সময় লুত আঃ আর উনার পরিবারকে বলা হয়েছিলো যেন পেছনে না তাকায়। পেছনে আযাবের ভয়ংকর শব্দ হতে থাকলেও।
কেউ তাকায় নি দেখতে পেছনে বিকট শব্দে কি হচ্ছে।
বরং সামনে হাটছিলেন।
- Comments:
- ভুয়া। এন্টিভাইরাসের দোষ। আগেও এরকম কিছু দিন পর পর হতো এর পর ঠিক হয়ে যেতো। কিছু করার নেই। সাইট হ্যকড না।
- ঢুকে নাই মানে কি? সাইট লোড হয় না?
- নাকি ওয়ার্নিং মেসেজ?