Post# 1584924989

23-Mar-2020 6:56 am


আমি নেটের সব ধরনের "দিক নিদর্শনা" "উপদেশের" নিউজ ফিড থেকে নিজেকে সরিয়ে নিয়েছি।

সময়টা ফিতনার। কেউ কিছু জানে না। কিন্তু সবাই বড় গলায় অন্যকে গালা-গালি করছে "এই করেন" "সেই করবেন না"। কিছু দিন পরে নিজের কথার আবার পরিবর্তন।

নিজে যা বুঝি। আমার বুঝ "ঠিক" সেটাও নিশ্চিৎ না।
কিন্তু অন্যের কথাও যে ঠিক সেটাও "অনিশ্চিৎ"।

তাই শেষে নিজে যেটা ভালো বুঝি।
বাচলে বাচবো, মরলে মরবো।
অন্যের কথা শুনলেও বাচবো মরবো।

কারো সাথে "ডিসকাশন" করার দরকার নেই। প্রত্যেকেই আমাকে বিভ্রান্তিতে ফেলবে "জানতে চাই" "জানার জন্য জিজ্ঞাসা করছি" এরকম ভং নিয়ে প্রথমে। কথা বলতে থাকলে এর পর বুঝতে পারবেন তার উদ্যেশ্য -- "তবে আপনি এরকম করবেন না কেন?" হয় আমাকে ব্যখ্যা করতে হবে নয়তো তার পথে আমাকে চলতে হবে।

নিজেকে বাচিয়ে চলি। সামনের সময়টা।

চারিদিকে ফিতনার সময়। একা দাড়াতে হবে।

‌আল্লাহ যেন সহায় হোন।

23-Mar-2020 6:56 am

Published
23-Mar-2020