আরেকটা চিকিৎসা। এটা ইংরেজি থেকে অনুবাদ করেছেন এক ভাই। চীনের কাহিনী করোনাভাইরাস আক্রান্ত এক মুসলিম বলছেন :
এক সন্ধ্যায়, আমি ভাবলাম অতিরিক্ত অক্সিজেন সরবরাহ ছাড়া আমি আর শ্বাস নিতে পারব না। হাসপাতালের জন্য বের হবার ঠিক আগ মুহূর্তেই, আমি আল্লাহর কাছে কায়মনো বাক্যে দু’আ করলাম এবং অবিশ্বাস্যভাবে আল্লাহ সুবহানু তা’আলা আমার অন্তরে এই কথা ঢেলে দিলেন যে, আমার কালোজিরার ধোঁয়ার সাহায্য নেয়া উচিত। কালোজিরাকে আমার ফুসফুস পর্যন্ত পৌছানোর জন্য আমি পানিতে কালোজিরার তেল মেশালাম এবং সূরা ফাতিহা ও মাওযাতাইন পড়ে এতে ফুঁ দিলাম (সূরা নাস এবং সূরা ফালাককে একত্রে মাওযাতাইন বলে)। অতঃপর নিঃশ্বাসের মাধ্যমে ধীরে ধীরে তা টেনে নিলাম। এটা আমাকে অসম্ভব স্বস্তি দিল। আমি এটা নিয়মিত করতে লাগলাম এবং আস্তে আস্তে সেরে উঠতে লাগলাম।
- Comments:
- পুরোটা পাওয়ার জন্য অনুবাদের যে কোনো একটা লাইন কপি করে নেটে সার্চ দিন। অন্য কারো পোষ্টে পাবেন। আমি এরকম সংক্ষেপ, আপটু পয়েন্ট রাখার চেষ্টা করি।
অন্যখানে আপনি ডিসকাশন করার সুযোগ পাবেন। ব্যসিক্যলি এখন কেউ কিছু জানে না, কিন্তু আপনার শান্তির জন্য কেউ কিছু বানিয়ে আপনার প্রশ্নের কিছু একটা জবাব দেবে হয়তো।
এখানে ডিসকাশন বন্ধ রেখেছি যেহেতু।