ঈমান - ৪
১
নিজের ব্যপারে "নিশ্চিৎ" না হয়ে যাই। গাজ্জালির একটা বইয়ে আছে এক ওলির কথা বলতেন, "মসজিদে যাবার পথে আমি বার বার কোমরে হাত দিয়ে দেখি ক্রুশ বা পৈতা বাধা কিনা।" অর্থাৎ উনি ঐ সময়ের মাঝেও ঈমান হারানোর ভয় করতেন।
২
আয়শা রা: এর কথা, কখন বুঝবো আমি দ্বিনদ্বার? যখন তোমার মনে হবে তুমি গুনাহগার। আর কখন বুঝবো আমি গুনাহগার? যখন তোমার মনে হতে থাকবে তুমি দ্বিনদ্বার।
৩
আল্লাহর সামনে নম্র আর নিচ হয়ে যাই। উনি জানেন আমার পরিনতি কি। উনি অহংকারিদের ভালোবাসেন না।