১
আরিফ আযাদ ভাই প্রথমে করোনা ভাইরাস "কেবল ফ্লু ভয় নির্থক" লিখলো -- পড়ে আমার মেজাজ খারাপ হয়ে গেলো, "হায়রে! বলে এটা নাকি কিছু না!"
কিছু দিন পরে লিখে "ভয় পাবার কারন আছে। মসজিদে যাচ্ছি না।" পড়ে আবার দ্বিতিয়বার মেজাজ খারাপ, "হায়রে! কিরকম ভয় দেখায়!"
২
"তো উনি করবেনটা কি?"
সেটাই চিন্তা করছিলাম। নিজেকে আমি টালারেন্ট মনে করি। এর পরও কেউ ডান লিখলেও মেজাজ খারাপ, বাম লিখলেও মেজাজ খারাপ। লিখবেটা কি? নিজেও জানি না।
আমি আগে ভয় দেখিয়ে লিখতাম। তখনও লোক গালাগালি করতো। একজন বাসায় এসে অনেক কথা শুনিয়ে যায়।
এখন "কিছু না, ভয়ের কারন নেই" বলছি। এখনো গালাগালি।
৩
যাই লিখেন গালি খাবেন। আমি একাই একই জনের দুই লিখায় দুই বার গালি দেই।
মানুষের টলারেন্স তো আর আমার থেকে বেশি না।
কেউ জানে না সে কি চায়। কোনটা ঠিক।
কিন্তু সবাই নিশ্চিৎ জানে "আমি যা চাই সেটাই ঠিক।"
যাই চাই না কেন।