Post# 1584802256

21-Mar-2020 8:50 pm


কিছু তথ্য ডাম্প করছি। রেফারেন্স না দিয়ে আগের মতো। রেফারেন্স ছাড়া কথা কেবল মাত্র যে রেফারেন্স জানে তার জন্য। তাকে মনে করিয়ে দিতে। নতুন করে কিছু জানাতে না।


জেরুজালেমের উন্নয়নের পরে হবে মদিনার পতন।


এক রাখাল তার ছাগলের পাল নিয়ে মদিনা শহেরের গেটে এসে দেখবে কেউ নেই। চার পাশে মরা লাশ। সে ভেতরে ঢুকে মসজিদে নববির দিকে হেটে যেতে থাকতে তার পালের ছাগলগুলো মারা যেতে থাকবে। মিম্বরে কাছে পৌছে দেখবে সেখানে কেউ নেই, কিছু মৃত ছাড়া।

বাহির হয়ে ফিরে যেতে শহরের গেইটের দিকে হাটতে থাকা অবস্থায় সে মুখ থুবড়ে পড়ে মারা যাবে।


জেরুজালেম বিজয়ের জন্য খুরাসান থেকে যে জামাত যাবে তাদের ব্যপারে এক বর্ননায় আছে তারা মহামারিতে পড়বে। অনেকে মারা যাবে। বাকিরা পাহাড় পর্বতে ছড়িয়ে পড়বে।

//
এখানে আর বেশি দিলে মানুষ অবিশ্বাস করবে। "অবিশ্বাস্য! নাহ! পাগল নাকি? হতেই পারে না।" তাই এখানে কাট।
নিদর্শন চলে আসার পরে মিলিয়ে একটু একটু বললে তখন মানুষ ক্যচ করতে পারে।

জাজাকাল্লাহ।

FAQ : "<যাই জানতে চান>"
উত্তর : জানা নেই।

21-Mar-2020 8:50 pm

Published
21-Mar-2020