Post# 1584796873

21-Mar-2020 7:21 pm


সামনের সময়টা চ্যলেঞ্জিং। খেয়াল করে দেখেন প্রতি সপ্তাহে দুনিয়ার অবস্থা আগের সপ্তাহ থেকে খারাপ হচ্ছে। অকল্পনিয় জিনিস ঘটছে।

২ সপ্তাহ আগে টুইটারে একজনকে অন্যরা চ্যলেঞ্জ করেছিলো "কি বলতে চান? বলেনতো নিউয়র্কের মতো দুনিয়ার ব্যবসার কেন্দ্র কি লক ডাউন করা হবে?" আমেরিকায় তখনো ভাইরাস নেই। সে ঘাবড়িয়ে যায়। চিন্তা করে এত অসম্ভব জিনিস আমি দাবি করি কি করে? আজকে খবর নিউ ইয়র্ক অলমোষ্ট লকড ডাউন।

মানুষ অসম্ভব জিনিস দেখবে।

"কিন্তু এগুলো তো কিছুই আলামত না। কি বলেন?"

আলামত না, এবং সব ঠিক হয়ে যাবে -- যদি এই বিপদের উপর কিছু দিন পরে আল্লাহ তায়ালা আরো বড় অকল্পনীয় দ্বিতীয় কোনো বিপদ মানুষের উপর চাপিয়ে না দেন। সে ক্ষেত্রে আশা করতে পারেন ৮ মাস পর থেকে অবস্থা ভালো হতে থাকবে ইনশাল্লাহ।

দ্বিতীয় আরেকটা বিপদ আসলে -- নিদর্শন। খারাপ।

21-Mar-2020 7:21 pm

Published
21-Mar-2020