Post# 1584784771

21-Mar-2020 3:59 pm


সমস্যা : "আমি নিয়মিত রেস্টুরেন্টে শর্মা বা বার্গার খাই। এবং এর ছবি ফেসবুকে আপলোড করি মানুষকে টিজ করতে। কিন্তু এখন করোনা ভাইরাসের জন্য যেতে পারছি না। কি করবো?"

উত্তর :
প্রথম কথা হলো সোশিয়াল আইসোলেশনের জন্য যদি রেষ্টুরেন্টে না যান। তবে এখন গিয়ে দেখবেন রেষ্টুরেন্ট খালি। কারন কেউ ভয়ে যাচ্ছে না। আপনি ঘরের থেকে বেশি আইসোলেশন পাবেন সেখানে।

দ্বিতীয়তঃ নিজেই বাসায় বার্গার বানিয়ে খেতে পারেন। মালটি ‌লেভেল চিজ বার্গারের রেসিপি নিচে দেয়া হলো

তিন স্লাইজ বা চার স্লাইজ পাউরুটি। যত লেভেল চান। পাউরুটিগুলো গরম বা হালকা টোষ্ট করতে হবে। তাওয়া ব্যবহার করতে পারেন।

লেভেল ১ : একটা ডিম। পোচ করে নিতে হবে। ১০ টাকা।

লেভেল ২ : এক স্লাইজ চিজ। স্লাইজ চিজ পাবেন দোকানে ২০০ টাকা/ডজন। ১৫ টাকা।

লেভেল ৩ : একটা টমেটো। ৩ টাকা।

লেভেল ৪ : তিনটা চিকেন নাগেট। নাগেট পাওয়া যায় দোকানে ২০টার প্যকেট ২০০ টাকা। ৩০ টাকা।

মাল্টিলেভেল চিজ বার্গার। ৫০ টাকায়। এটাই দোকানে ৫০০ টাকা নিতো।

"কিন্তু কোক?"

কোক কেটো ডায়েট ফ্রেন্ডলি না। বরং কফি খান সংগে। পানি মাইক্রো করে কফি আর গুড়ো দুধ মিশিয়ে। "ফুল মিল" হয়ে যাবে।

সাবধানতা : বৌরে এগুলো বানাতে অর্ডার দেবেন না। ফেমিনিজমের যুগ বৌ মার দেবে। নিজে করুন।

    Comments:
  • প্রশ্ন : "আপনি যা বললেন সেগুলো কোনোটাই তো কেটো না।"
    উত্তর : আপনার মতো পন্ডিতদের জন্য কেটো না। আমার জন্য কেটো :-)

21-Mar-2020 3:59 pm

Published
21-Mar-2020