Post# 1584749535

21-Mar-2020 6:12 am



প্রতিদিন প্রতি কোটি জনসংখ্যায় ২৫০ জন লোক মারা যায়। প্রতিদিন। বার্ধক্য জনিত কারনে, বা বিভিন্ন কারনে। স্বাভাবিক ভাবে।

সে হিসাবে একটা রাষ্ট্রের জনসংখ্যা যদি ৬ কোটি হয় তবে ১৫০০ মারা যাবে প্রতি দিন। বা ১৫ কোটি হলে ৪০০০ লোক।

এর পর এর সাথে করোনাভাইরাসে কতজন মারা যাচ্ছে সেটা কম্পেয়ার করেন।


দেশের প্রকৃত খবর ছাত্রলীগের নেতাদের কাছে ছাড়া পাওয়া যাবে না। তাই নিজের পরিবারের ১০০ জনকে এখনই গুনে রাখুন। এর পর এই ধাক্কা শেষ হয়ে গেলে ঠিক ঐ ১০০ জনের মাঝে কয়জন মারা গিয়েছে সেটা হিসাবে করুন। সারা দেশে কতজন মারা গিয়েছে হিসাব পাবেন।

এই নিয়ম ছাড়া "ঐ বাড়িতে", "সেই এলাকায়" "আমার জানার মাঝে কয় জন হলো?" -- এগুলো দিয়ে মূল হিসাব পাবেন না।

অসুস্থ হবার আগে মার্ক করতে হবে। এর পর ঘটনা শেষে ঠিক ঐ কয়জনের মাঝে কতজন মারা গেলো হিসাব করতে হবে।

জাজাকাল্লাহ।

    Comments:
  • FAQ : "আমি যদি মারা যাই?" উত্তর : কবরে জানতে পারবেন।

21-Mar-2020 6:12 am

Published
21-Mar-2020