১
প্রতিদিন প্রতি কোটি জনসংখ্যায় ২৫০ জন লোক মারা যায়। প্রতিদিন। বার্ধক্য জনিত কারনে, বা বিভিন্ন কারনে। স্বাভাবিক ভাবে।
সে হিসাবে একটা রাষ্ট্রের জনসংখ্যা যদি ৬ কোটি হয় তবে ১৫০০ মারা যাবে প্রতি দিন। বা ১৫ কোটি হলে ৪০০০ লোক।
এর পর এর সাথে করোনাভাইরাসে কতজন মারা যাচ্ছে সেটা কম্পেয়ার করেন।
২
দেশের প্রকৃত খবর ছাত্রলীগের নেতাদের কাছে ছাড়া পাওয়া যাবে না। তাই নিজের পরিবারের ১০০ জনকে এখনই গুনে রাখুন। এর পর এই ধাক্কা শেষ হয়ে গেলে ঠিক ঐ ১০০ জনের মাঝে কয়জন মারা গিয়েছে সেটা হিসাবে করুন। সারা দেশে কতজন মারা গিয়েছে হিসাব পাবেন।
এই নিয়ম ছাড়া "ঐ বাড়িতে", "সেই এলাকায়" "আমার জানার মাঝে কয় জন হলো?" -- এগুলো দিয়ে মূল হিসাব পাবেন না।
অসুস্থ হবার আগে মার্ক করতে হবে। এর পর ঘটনা শেষে ঠিক ঐ কয়জনের মাঝে কতজন মারা গেলো হিসাব করতে হবে।
জাজাকাল্লাহ।
- Comments:
- FAQ : "আমি যদি মারা যাই?" উত্তর : কবরে জানতে পারবেন।