FAQ : ইনবক্স থেকে। এখন ফিল্টারড মেসেজও দেখছি পড়ছি।
Q. "আপনি যা লিংক দেন সেগুলো পাওয়া যায় না। কমেন্টও নেই।"
ফেসবুক এগুলো সব ব্যন করে দিয়েছিলো কয়েকদিন আগে। যে কোনো লিংকে "করোনাভাইরাস" কথাটা থাকলেই সেইটা লিংক গায়েব।
আজকে আমাকে জানালো কমেন্টগুলো আবার দর্শনীয় করেছে। চেক করে দেখেন।
Q. "ফ্রেন্ড লিষ্টে এড করেন" -- এটা সবচেয়ে কমন মেসেজ।
উত্তর : ফলো করেন। ফ্রেন্ড লিষ্টও ছোট করে আনছি। বহু পুরানো ফ্রেন্ডদেরকেও আনফ্রেন্ড করছি এখন। যেন কেউ কমেন্ট না করতে পারে।
ফ্রেন্ড লিষ্টে যোগ করলে আপনি স্টেটাসে কমেন্ট করার সুযোগ পাবেন। এবং যেই কমেন্ট করেন না কেন, সেটাই আমার জন্য ক্ষতিকর। ভালো কমেন্ট করলেও, ক্ষতিকর।
আর আমি ভুল কিছু পোষ্ট করলে আপনি চুপ থাকতে পারবেন না। কারন তখন এটা আপনার "ঈমাদের দাবি" বা "নাহি আনিল মুনকার" বা "দ্বিনের বিশুদ্ধতা রক্ষার" ব্যাপার হবে। যেভাবেই বলেন। আপনাকে প্রতিবাদ করতে হবে।
আমি সাফার করবো। তাই ফ্রেন্ড লিষ্টে এখন এড না করা আমাদের দুইজনের জন্য ভালো।
Q. "ফ্রেন্ড না হলে সব পোষ্ট পাই না।"
"See First" দিয়ে রাখেন। সব পাবেন ইনশাল্লাহ। আমি যাদের ফলো করি এবং জরুরি করে, তাদের see first দিয়ে রেখেছি। কেউ ফ্রেন্ড না কিন্তু সবার সব পোষ্ট পাই।
জাজাকাল্লাহ।
- Comments:
- রেলিভেন্ট : হকের দাওয়াত কেন আমি গ্রহন করি না।
https://www.facebook.com/habib.dhaka/posts/10156881130128176