(collected)
চারপাশে এখন শুধুই মৃত্যু। মৃত্যুর আতঙ্ক। তাই এখন একটা ঘটনা শেয়ার করব। বাস্তব ঘটনা।
বেশ কিছুদিন আগের কথা। একজন মুসল্লী এসে বললঃ 'হুজুর! আব্বু খুব অসুস্থ। তাওবা পড়াতে হবে। জলদি চলুন।' আমি তৎক্ষনাৎ বেরিয়ে পড়লাম। বাসায় যেতে যেতে শুনলাম উনার বাবা আজ কয়েকদিন যাবত সেন্স-আউট। কাউকে চিনেন না। কথাও বলতে পারেন না।
যাহোক, আমি বাসায় পৌছে সালাম দিলাম। লোকটা সালামের জবাব দিল। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি আমাকে চিনেন?
: চিনব না কেন? আপনি অমুক মসজিদের খতিব সাহেব না?
ঘরের সবাই তো অবাক। কয়েকদিন যাবত যার সেন্স নেই, যবান নেই, খতিব সাহেবকে দেখতেই কি করে সুস্থ হয়ে গেল? যাহোক, ঘটনা আরো সামনে। বললামঃ
: আমি তো আসছি আপনাকে তাওবা পড়াতে।
: নাহ! আমি তাওবা পড়ব না।
মুখের উপর না করে দিল! আমি তাওবার অনেক ফজীলত বর্ণনা করলাম। বুঝালাম। কিন্তু লোকটা রাজি হচ্ছিল না। পরিবারের সবাই যখন চাপ দিল তাওবা করতে, তখন সে যা বলল, তা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। সে বলল, ঐ যে জানালা? ওখানে মুগুর নিয়ে কিছু লোক বসে আছে। তাওবা পড়লেই পিটাবে!
আমরা তাকে সাহস দিলাম। বললাম, আমরা আছি তো! সে বলল, তারা তোমাদের চেয়েও শক্তিশালী! খুবই ভয়ানক। সারাক্ষণ ওখানে বসে থাকে।
অবশেষে লোকটার ভাগ্যে তাওবা জুটেনি। এভাবেই সে মারা যায়। লোকটা পেশায় ছিলেন 'কাস্টমস অফিসার'।
পাঠক!
ঘটনাটা আমার মাদ্রাসার এক সিনিয়র শিক্ষক থেকে শোনা। অন্তরে দাগ কাটল, তাই শেয়ার করলাম।
- Comments:
- https://www.facebook.com/masud.alimi.9/posts/2546615712261959